আব্দুর রাজ্জাক রাজু/খন্দকার অালাউদ্দিন,চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বর্ষ পুর্তিতে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পূণর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজারে অবস্থিত রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত দুদিন ব্যাপি পূণর্মিলনী অনুষ্টানে পূণর্মিলনী উদযাপন কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজুর সভাপতিত্বে - কমিটির সাধারণ সম্পাদক কল্যাণ কুমার দেব পিন্টু ও মতিউর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্টানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. এম আকবর হোসেইন জিতু, শাবিপ্রবি সহযোগী অধ্যাপক ড. এম এম ফারুক, রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কামরুন্নাহার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হয়, পতাকা উত্তলোন করেন মুক্তিযোদ্ধা হরি গোপাল ঘোষ, ফয়জুর রহমান তালুকদার ও আ. রহমান আজাদ।
বক্তারা বলেন, রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের একটি প্রাচিন এবং সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত। বিদ্যালয়টি গত দেড়শত বছর ধরে মানুষ গড়ার প্রতিষ্টান হিসেবে কাজ করে চলেছে।
বক্তারা রাজার বাজার এলাকায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবী জানান।
শনিবার দুদিন ব্যাপী উৎসবের শেষ দিনে স্মরণীকা মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট আকবর হোসেন জিতু প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করবেন দেশ বরেণ্য শিল্পিরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj