আব্দুর রাজ্জাক রাজুঃ আজ শুক্রবার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চুনারুঘাট রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর (সার্ধশত)পূর্তিতে পুর্ণমিলনী অনুষ্ঠান শুরু হচ্ছে।সকল জল্পনা- কল্পনা শেষে সাজসাজ রবে মুড়ানো হয়েছে হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়।
এ উপলক্ষ্যে রাজার বাজার বটতলা থেকে খোয়াই ব্রিজ পর্যন্ত আলোক সজ্জা ও তোরণ নির্মাণ করা হয়েছে।আজ ৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম অনুষ্ঠানের উদ্বোধন করবেন।অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ও স্থানীয় আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু এর সভাপতিত্বে ও সেক্রেটারি কল্যাণ কুমার দেব এর সঞ্চালনায় ২ দিন ব্যাপী অনুষ্ঠানের ২য় দিনে প্রকাশিত ম্যাগাজিন "উত্তরাধিকার" এর মোড়ক উন্মোচন করবেন স্থানীয় সংসদ সদস্য ও প্যানেল স্পীকার এড.মাহবুব আলী,চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের ও অনুষ্ঠানের প্রধান উপদেষ্ঠা সাবেক পিপি এড. এম আকবর হোসাইন জিতু।
অনুষ্ঠানে নাম না জানা অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ঘটবে, যাদের অধিকাংশই সচীব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,আইনজীবি,সরকারী, বেসরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা ও দেশ বিদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
ইতিমধ্যেই অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন আয়োজক কমিটির যুগ্ন সম্পাদক ফারুক হোসাইন ও হোসাইন মোহাম্মদ আল আমিন।শনিবার সন্ধায় সাংস্কৃতিক আয়োজনে রয়েছে ঢাকার স্বনামধন্য শিল্পী-লুইফা,লাভলী দেব ও মান্না'র মনোমুগ্ধকর গান।চারদিকের উচুঁ দেয়াল বেষ্টনী অনুষ্ঠানস্থলে রেজিষ্ট্রেশন কার্ড প্রদর্শন পূর্বক প্রবেশ বাদ্যতামুলক।
এ দিকে আইনশৃংখলা উপ কমিটির সভাপতি ইসমাইল হোসেন আলতা ও দুলাল মেম্বার জানান-যেহেতু অনুষ্ঠানে ভিআইপি সংখ্যায় বেশী তাই, চুনারুঘাট থানা পুলিশ, বিজিবি, আনসার,গ্রাম পুলিশ ও ৪০ জন সেচ্ছাসেবক দলের সমন্বয়ক নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয়েছে।
উপস্থিত প্রায় দেড় হাজার লোকের জন্য উন্নতমানের লাঞ্চ পেকেট বিতরণের ববস্থা রয়েছে। আয়োজকরা বলেন,তাদের উদ্দেশ্য সকল প্রাক্তন শিকার্থীদের নিয়ে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj