চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দালালের খপ্পড়ে পড়ে লিবিয়া থেকে ফেরত দুই ব্যক্তি পথে বসেছেন। অর্থকড়ি খুইয়ে তারা এখন দিশেহারা। বিচারের আশায় মুরুব্বয়ানের দ্বারে দ্বারে ঘুরছেন ওই ব্যক্তি। জানা যায়, ৩০ অক্টোবর চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র মোঃ মাসুক মিয়া (৪৫) (পাসপোর্ট নং- এজি-০৬৪৯৫৯১) ও একই গ্রামের মোঃ ইউনুছ আলীর পুত্র মোঃ শাহীন সিদ্দিক (৩০) (পাসপোর্ট নং-আর-০০৭২১৭০)কে লিবিয়া পাঠায় একই উপজেলার গোবরখলা গ্রামের মোঃ আব্দুর রউফ এর পুত্র মাসুক মিয়া ওরফে আশিক মিয়া নামে এক ব্যক্তি। আশিক মিয়া তাদের লিবিয়া পাঠানোর পূর্বে মাসুক মিয়া ও শাহীন সিদ্দিক এর কাছ থেকে জনপ্রতি ৬ লক্ষ ১০হাজার টাকা করে হাতিয়ে নেয়। এর পর তারা লিবিয়ায় পৌছলে আশিকের নেতৃত্বে তাদেরকে লিবিয়ায় এক দালালের কাছে বিক্রি করে দেয়া হয় বলে জানান ওই ব্যক্তি। পরে মাসুক ও শাহীনকে একটি ঘরে আটক করে শারীরিকভাবে নির্যাতন করে এবং ২০দিন পরে ওই দালাল অপর আরেক দালালের কাছে বিক্রি করে দেয়। ওই দালাল তাদেরকে জিম্মি করে মাসুক ও শাহীনের পরিবারের কাছ থেকে ৯ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে মাসুক ও শাহীন গত ২৮ ডিসেম্বর বাড়িতে ফিরে আসলে তাদের পরিবারের লোকজন হতাশায় ভেঙ্গে পড়েন। দফায় দফায় দালালদের খপ্পরে পড়ে তারা অর্থকড়ি খুইছে এখন দিশেহারা হয়ে পড়েছেন। এখন তারা পাগল প্রায়। সুষ্টু বিচারের আশায় মাসুক ও শাহীন মিয়া এখন প্রতিনিয়ত ওই এলাকার মুরুব্বীয়ানের দ্বারে দ্বারে ঘুরছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj