এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ইং (পিএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন জানান, উপজেলার এবতেদায়ী মাদ্রাসার ১০৭৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। এরমধ্যে ১০৩৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩টি। শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্টান মাধবপুর-গালিমপুর মাদ্রাসা ও আউশকান্দি ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা। পাসের হার ৯৫.৯১%। উপজেলার মাধ্যমিক স্কুল থেকে ৩৯৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছেন।
এরমধ্যে ১৫৮জন জিপিএ-৫সহ কৃতকার্য হয়েছে ৩৫৩৭ জন। সর্বোচ্চ জিপিএ-৫ ২৮টিসহ শতভাগ পাসের স্কুল হলো নবীগঞ্জ হোমল্যান্ড আইডিয়াল স্কুল। হলিমপুর বিবিয়ানা উচ্চ বিদ্যালয়ের ১০৮ জন শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পাস করেছেন ১০৬ জন।
এরমধ্যে সরমিষ্টা তালুকদার গোল্ডেন এ-প্লাস ও সাধনা দাশ এ প্লাস পেয়েছে। আশানুরুপ ফলাফলের জন্য হোমল্যান্ড আইডিয়াল স্কুলের অধ্যক্ষ তাপস আর্চায্য এবং বিবিয়ানা স্কুলের প্রধান শিক্ষক বিমল কান্তি দেব ও ম্যানেজিং কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দাশ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা প্রাইমারী শিক্ষা অফিস সুত্রে জানাযায়, উপজেলার সরকারী প্রাইমারী স্কুল, মডেল স্কুল, সদ্য জাতীয় করণ স্কুল, নন রেজিঃ বেসরকারী স্কুল, কমিউনিটি, কিল্ডারগার্টেন, এনজিও পরিচালিত স্কুল, ব্র্যাক স্কুলসহ ৩১৭টি বিদ্যালয়ের ৭৫১২ জন পরীক্ষার্থীদের মধ্যে ৭০৮৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে ৬৮১১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ এর সংখ্যা ১০৫ জন। শতভাগ পাসের স্কুলের সংখ্যা ২৩১টি। পাশের হার ৯৬.১৩%।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj