নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ শহর থেকে ফিল্মি স্টাইলে এক ফেরীওয়ালার কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য লোকমান মিয়া (৩৫) কে আটক করেছে জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
সে শহরতলীর উমেদনগর গ্রামের মকসুদ আলীর পুত্র।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের সজল উল্লার পুত্র কামরুল ইসলাম (৩৫) দীর্ঘদিন ধরে সিলেট শহরে ফেরী করে কাপড় বিক্রি করে আসছে।
সোমবার বিশেষ প্রয়োজনে বাড়ি আসার পথে সিলেট থেকে হবিগঞ্জ আসে। আলম বাজার এলাকায় পৌছামাত্র লোকমানসহ ৪/৫ জন অস্ত্রের মুখে জিম্মি করে টমটমযোগে তাকে স্লুইচ গেইট এলাকায় নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় কামরুল দিতে না চাইলে তাকে মারপিট করে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। কামরুলের চিৎকারে ওই এলাকার মাটি কাটা মহিলা ও পুরুষ শ্রমিকরা এগিয়ে এসে লোকমানকে আটক করে। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে ওই এলাকায় বেঁধে রাখা হয়।
খবর পেয়ে চৌধুরীবাজার পুলিশ ফাড়ির এসআই কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে লোকমানকে আটক করে থানায় নিয়ে আসে। তখন কামরুলের কাছ থেকে ছিনিয়ে নেয়া সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। জনতার প্রহারে আহত লোকমানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান লোকমান আন্তঃজেলা ডাকাতদলের মুলহোতা দীপকের সহযোগী। সম্প্রতি দীপককে নোয়াহাটি থেকে আটক করে পুলিশ। দীপক কারাগারে রয়েছে। এ ছাড়াও লোকমান, দীপকসহ তার সহযোগিরা বিজয় নগর উপজেলার চমকপুর গ্রামের সফিউল্লাহ নামের এক বিচারপ্রার্থীকে কোর্ট থেকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লোকমান ও দীপককে কারাগারে পাঠায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj