চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের জুরিয়া গ্রামের আব্দুল হাসিমের কাছ থেকে দুই শিশু ও মাকে উদ্ধার করে দিয়েছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, রবিবার রাত ৮টার দিকে চুনারুঘাট থানার এ.এস আই সুরঞ্জিত জুরিয়া গ্রামে আব্দুল হাসিমের নিজ বসত ঘর থেকে তার স্ত্রী শিরিন আক্তার (৩০) ও তপবির মিয়া (৩), কবির মিয়া (৮মাস) উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
হাসপাতালে ভর্তি করে দিয়েছে পুলিশ। শিরিন আক্তারের বড় ভাই ছায়েদ আলী বাদী হয়ে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে ১০০ ধারায় একটি লিখিত অভিযোগ দিয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ শিরিনের বড় ভাই ছায়েদ আলী তার বোন ও দুই ভাগিনাকে জিম্মি নেন। উপজেলার মিরাশী ইউনিয়নের হুরপাড়া গ্রামের আব্দুল হকের কন্যা শিরিন আক্তার (৩০)।
১০ বৎসর পূর্বে জুরিয়া গ্রামের আব্দুল হাসিমের সাথে শিরিন আক্তারের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তার স্বামী আব্দুল হাসিম যৌতুকের জন্য বিভিন্নভাবে মারপিট ও নির্যাতন করে আসছে। অন্যদিকে চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র বাবুল মিয়া (৩০) কে চুরির মামলায় গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, রবিবার রাত ৯টার দিকে চুনারুঘাট থানার এস.আই আতাউরের নেতৃত্বে একদল পুলিশ পাইকুড়া গ্রাম থেকে বাবুল মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ জানায় বাবুল মিয়ার বিরুদ্ধে জিআর ৩৬০/৮ এর চুরির মামলায় পলাতক ওয়ারেন্টের আসামী ছিল। সে এতদিন পুলিশের চোখে ফাকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj