চুনারুঘাট প্রতিনিধি ॥ মহান বিজয় দিবস। বাঙালির জাতীয় জীবনের এক পরম অর্জন। বাঙালির সর্বোচ্চ আকাঙ্খা ‘স্বাধীনতা’ এই দিনে অর্জিত হয়। বহু কালের নির্যাতন-নিপীড়ন, শোষণ, অত্যাচার-অবহেলা থেকে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের এই দিনে মুক্তি পায়।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ বিজয়। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ ও বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকা।
আজ বিশ্ব দরবারে আমরা স্বাধীন জাতি হিসেবে গর্ববোধ করতে পারি। বাংলাদেশের সর্বত্র দিবসটি পালনে সকলেই আত্মহারা। সারাদেশের ন্যায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে চুনারুঘাটেও বিজয় দিবস পালন করা হয়েছে। চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজার মাঠে গত শুক্রবার বিজয় দিবস উপলক্ষ্যে ছড়া-কবিতা, রচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় ‘রাসো সমাজকল্যাণ সংস্থা’। অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং পরে জাতীয় সংগীত দিয়ে। রূপালী ব্যংকের সাবেক ব্যবস্থাপক শাহ সাহাব উদ্দিনের সভাপতিত্বে, সাদেক ও সাংবাদিক রায়হান আহমেদ-এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি.আর ফাউন্ডেশন (ইউকে)-এর ফাউন্ডার চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আ. সালাম চৌধুরী ছাদেক, বীর মুক্তিযোদ্ধা আরজু মিয়া, এড. শাহ কুতুব উদ্দিন, উক্ত সংস্থার সহ-সভাপতি আহাদ চৌধুরী লিটন। অন্যান্যদের মধ্যে ছিলেন, বিশিষ্ট মুরব্বী মতিন মাষ্টার, আইয়ূব আলী, ইমামুল মজিদ জালাল, হুসেন আহমেদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, সিনি. সহ-সভাপতি নূর উদ্দিন সুমন, বাবুল মিয়া, জলিল মিয়া, বেনু মিয়া, রিপন চৌধুরী, রুয়েল, ফরিদ, জসিম, মনির আশিক, লিটন প্রমুখ।
প্রধান অতিথি মো. গিয়াস উদ্দিন বলেন, প্রথমেই মুক্তিযোদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করছি। তাদের ত্যাগের কারণে আজ আমরা স্বাধীন। কোনো অপশক্তিই যেন আমাদের দুর্বল করতে না পারে, এদিকে তিনি সবার প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
আলোচনা সভার পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj