নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের নানা আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ই ডিসেম্বর শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নবীগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, পৌর পরিষদ, যুব সংহতি, বিএনপি, আনন্দ নিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পরে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাহিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তেলন করা হয়। সকাল ৯ টায় নবীগঞ্জ শহরের জে.কে উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্কাউটসদের সালাম গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। পরে মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড, কাবদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত স্কুলের ছাত্র ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১ টায় টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
পরে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার‘র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভুমি) জীতেন্দ্র কুমার নাথ, অফিসার ইনর্চাজ আব্দুল বাতেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতীক), প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউপ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, মতিউর রহমান মুন্নাসহ অনেকেই।
বেলা ২ টায় সংশ্লিষ্ট হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের সময়সূচী অনুযায়ী জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকেল ৪ টায় উপজেলা চত্ত্বরে ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj