নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে বিদ্যালয়ের কক্ষে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শায়েস্তাগঞ্জে সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত শুক্রবার মহান বিজয় দিবসের অনুষ্ঠান চলছিল শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
এ সময় একদল বখাটে বিদ্যালয়ের একটি কক্ষে দরজা বন্ধ করে ৮ম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। তখন ওই ছাত্রী বখাটেদের হাত থেকে রেহাই পেতে আর্তচিৎকার শুরু করে।
পরে বিদ্যালয়ের শিক্ষক ও উপস্থিত লোকজন এগিয়ে এসে ছাত্রীকে উদ্ধার করে। ততক্ষণে বখাটেরা নির্বিঘেœ চলে যায়। এ বিষয়টি ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন শায়েস্তাগঞ্জের সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার জানান বহিরাগত বখাটেরা প্রবেশ করে ৮ম শ্রেণির এক ছাত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। এ ব্যাপারে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক এএসআই আব্দুল খালেকসহ একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। সে সময়ে বখাটেদেরকে পাওয়া যায়নি।
এছাড়া পুলিশের পক্ষ থেকে বখাটেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে।
অপরদিকে, বিজয় দিবসের দিনে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্কুলের ভেতরে এরকম তুলকালাম কান্ডের ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় হাতে নাতে ওই বখাটেদের স্কুলের শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়। এরপর তারা ঘটনাটি একটি প্রভাবশালী মহলের ইশারায় ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়।
এদিকে, এ স্কুলের নিরাপত্তা ও স্কুল কর্তৃপক্ষের এরকম কর্মকান্ডে অভিভাবক ও সাধারণ মানুষদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj