এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।ইতোমধ্যে বিদ্যালয়ে মিড ডে মিল নিয়মিত চলছে। শিক্ষার্থীরা টিফিনে করে খাবার নিয়ে এসে টিফিন পিরিয়ডে সবাই এক সাথে তা গ্রহন করে। কিন্তু সকালের আনা টিফিন কি দুপুর পর্যন্ত স্বাস্থ্য সম্মত থাকে? না, অনেক সময়ই তা থাকে না। এই চিন্তা থেকেই গোয়াছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনারুঘাট-হবিগনজ এ শিশুদের মাঝে উন্নত মানের হটপট বিনামূল্য বিতরনের ব্যবস্থা করা হয়। ১২-১২-১৬ ইং রোজ সোমবার দুপুর ১২ টায় শিক্ষার্থীদের মাঝে এ হটপট বিতরন করা হয়। হটপট ক্রয়ে আট হাজার টাকা নগদ প্রদান করেন গোয়াছপুর গ্রামের একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব প্রবাসী জনাব মোঃ সাহাবুদ্দীন, নালমুখ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক আহমদ ও একজন চাকুরীজীবী মোঃ মহসিন আহমদ নগদ ১০০০টাকা করে দান করেন এবং বর্তমান এসএমসি'র শিক্ষানুরাগী মহিলা সদস্য ও এক কৃতি মা মোছাঃ আনোয়ার নাহার ১০০০টাকা দান করবেন, নব নির্বাচিত এসএমসি সভাপতি মোঃ আব্দুর রহিম শ্যামল অবশিষ্ট প্রয়োজন মেটাতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিবেন মর্মে পূর্বেই কথা দিয়েছেন। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র ১০ নং মিরাশী ইউপির সম্মানীত চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২জন বীর মুক্তিযোদ্ধা। অত্র ইউপির গর্ব গোয়াছপুর গ্রামের ও জাতীর আলোকিত সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইদ্রিছ আলী এবং হুরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুরুল হক। এই হটপট সংগ্রহ ও বিতরণ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অত্র বিদ্যালয়ের সম্মানীত সহকারী শিক্ষক ঝুমি রাণী রায়, মিনারা বেগম, মশিউর রহমান মোল্লা, নাজমুন নাহার নুপুর ও দপ্তরী কাম প্রহরী মোঃ জুনাইদ মিয়া সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখরুল ইসলাম (বদরুল) সেই সাথে তিনি মহান রবের শুকরিয়া আদায় করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj