নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের সাংবাদিকতা জগতের পথিকৃৎ অ্যাডভোকেট আমীর হোসেনের নামাজে জানাজা বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শিরিষ তলায় অনুষ্টিত হবে।
মরহুমের ছোট ভাই বিশিষ্ট সাংবাদিক মহিবুল হোসেন জিতু জানান, মরহুমের ছেলে আমেরিকা প্রবাসী জুলফিকার হোসেন তানজির দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তানজির আজ মঙ্গলবার বিকেলে দেশে এসে পৌঁছবেন। এছাড়া ঢাকায় অবস্থানরত স্বজন ও শুভাকাক্খীদের সুবিধার্থে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাদ আছর ঢাকার সিদ্ধেশ্বরী জামে মসজিদে মরহুম আমীর হোসেনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁর লাশ হবিগঞ্জ শহরে নিয়ে আসা হবে।
পরদিন বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ শহরের শিরীষ তলায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
ওইদিনই বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।
সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
এর আগে গত ১ ডিসেম্বর চিকিৎসার জন্য ঢাকায় যান। সেখানে তাঁর বুকে ব্যথা অনুভব হলে তাঁকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রাম করে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।
গত ৬ ডিসেম্বর ওই হাসপাতালেই তাঁর হার্টে তিনটি রিং লাগানো হয়। এরপর রীতিমতো সুস্থ হয়ে উঠেন তিনি। গত ৯ ডিসেম্বর পুনরায় বুকে ব্যথা অনুভব হলে তাকে নেয়া হয় হাসপাতালের সিসিইউতে। সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ২টার দিকে তাঁর শরীরের অবনতি ঘটে। বেলা সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj