নিজস্ব প্রতিনিধি : ‘আসুন-দুর্নীতির বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হই’ এমন শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে এবং বর্নাঢ্য র্যালীর মধ্য দিয়ে শুক্রবার সকালে হবিগঞ্জে পালিত হলো আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৬।
এ উপলক্ষে জেলা প্রশাসন, দুদক, সাজেকা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গনস্থ নিমতলা থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়।
পরবর্তীতে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুজ জাহেরের সঞ্চালনায় এবং অধ্যক্ষ আবু লেইছের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিসি সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, বিজ্ঞ এডিএম মোঃ এমরান হোসেন, জেলা দুদকের ডিডি খোন্দকার খলিলুর রহমান ও এএসপি রাসেলুর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আন্তজার্তিক অপরাধ ট্রআইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটীম সুরক্ষা কমিটির মেম্বার ও দৈনিক জনকন্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি লুৎফুন্নাহার স্মৃতি, দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ বদরুদ্দিন, মোঃ খায়রুল ইসলাম খোকন, জেলা দুপ্রকের সদস্য এ এস এম মহসীন প্রমুখ। সভায় হবিগঞ্জ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী ও শায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে দুর্নীতি প্রতিরোধের শপথ নিয়ে বলা হয় প্রতিটি পরিবারের ভেতর থেকেই দুর্নীতিবাজদেরকে ঘৃনার মধ্য দিয়েই তা প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে সন্তানরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj