নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পুর্ব জাহিদপুর গ্রামে চাঞ্চল্যকর রিপন মিয়া হত্যাকান্ড মামলায় বেকসুর খালাস পেয়েছেন আসামীরা।
মঙ্গলবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালত আসামীদের খালাস প্রদান করেন। ফলে দীর্ঘ আড়াই বছর ধরে হাজতে থাকা মামলার প্রধান আসামী নজরুল ইসলাম কুহিনুর স্বজনদের কাছে ফিরে এসেছে। উক্ত মামলায় সকল আসামীরা খালাস পাওয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেছেন। এ ঘটনাটি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এডভোকেট কায়সার হাসান শিমন। মামলায় বাদী পক্ষে অংশ গ্রহন করেন বিজ্ঞ কৌশলী এডভোকেট কিশোর দেব।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার পুর্ব জাহিদপুর গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধের জেরধরে ২০১৪ইং সনের ৭ মার্চ দিবাগত গভীর রাতে প্রতিপক্ষের উর্পযুপুরি পিকলের আঘাতে রিপন মিয়া (২২) নামের এক যুবক খুন হয়েছে মর্মে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহত রিপন মিয়ার পিতা আলফাছ মিয়া।
মামলা নং-১০ তারিখ ০৯-০৩-২০১৪ইং এবং জিআর নং-৬০/১৪। উক্ত মামলায় পাশ্ববর্তী বরকতপুর গ্রামের নজরুল ইসলাম কুহিনুরসহ ৬৫ জনকে আসামী করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সকল আসামীদের বিরুদ্ধে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে চার্জসীট দাখির করলে আসামীরা আদালতে আত্মসর্মথন করে।
বিজ্ঞ আদালত মামলার প্রধান আসামী নজরুল ইসলাম কুহিনুরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন এবং বাকী আসামীদের জামিন মঞ্জুর করেন। এক পর্যায়ে মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয় ২০১৫ইং সালে।
উক্ত মামলায় দীর্ঘদিন শুনানী শেষে স্বাক্ষীদের জবানবন্দি, বাদী বিবাদী পক্ষের আইনজিবী ও বিজ্ঞ কৌশলীর বক্তব্য শুনে গতকাল মঙ্গলবার চাঞ্চল্যকর উক্ত হত্যা মামলার রায় প্রদান করেন। উক্ত রায়ে বিজ্ঞ বিচারক সকল আসামীদের বেকসুর খালাস প্রদান করেন। ফলে দীর্ঘ আড়াই বছর পর হাজত থেকে মুক্তি পান নজরুল ইসলাম কুহিনুর।
মঙ্গলবার সন্ধ্যার দিকে সকল আসামীরা খালাস পেয়ে বাড়ীতে ফিরে আসায় তারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং আদালতের বিচারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj