রায়হান আহমেদ/ ফারুক মিয়া, চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতার ৪৫ বছর পর এ প্রথম মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে সকাল ১০টায় পৌর শহরে র্যালী নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই উপজেলার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক বাকী বিল্লার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোহাম্মাদ আলী পাঠান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নিজামুল হক মোস্তফা শহীদ রানা, চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহলাদার, সাবেক পিপি আকবর হোসেন জিতু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহলদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নরুল আমিন, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সেক্রেটারী বিদ্যুৎ পাল, ধামালি চুনারুঘাট এর সভাপতি এড. মোস্তাক আহাম্মদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন-আহবায়ক রুবেল আহমেদ, মশিউর রহমান সুহেব, মাইনুল ইসলাম সুমন, মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব মহিতুর রহমান রুমন ফরাজী, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবসহ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ আরোও অনেকে।
প্রধান অতিথি মোঃ আবু তাহের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অকুতোভয়ী সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। আজ আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। এজন্য জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা অনেক উপরে। এই প্রেক্ষিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের বিশেষ বিশেষ সুবিধা প্রদান করেছেন। মুক্তিযোদ্ধদের প্রতি আরো শ্রদ্ধাশীল হতে তিনি সর্বস্তরের জনগনকে আহ্বান জানান।
উল্লেখ্য, আলোচনা সভার পর অতিথি ও মুক্তিযোদ্ধদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj