এস.এইচ.লিমন : ৬ ডিসেম্বর ১৯৭১, চুনারুঘাট উপজেলা তথা হবিগঞ্জ জেলাবাসীর গৌরবোজ্জল অনন্য একটি দিন। মহান মুক্তিযুদ্ধের কলংকিত দিনগুলোতে পাক-হানাদার বাহিনী এবং তাদের দোসররা যখন উপজেলার প্রতিটি ঘরে ঘরে তল্লাশি চালিয়ে নিরপরাধ, নিরস্ত্র, মানুষদের নির্বিচারে হত্যা, খুন, লুটপাট, অগ্নিসংযোগসহ মা-বোনদের ইজ্জত হরনের মত জঘন্যতম মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছিল, ঠিক তখনি অত্র উপজেলাসহ জেলার অন্যান্য উপজেলার কিছু সাহসী বীর সন্তান দেশ মাতৃকার টানে এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। অতঃপর রক্তক্ষয়ী নয়মাস যুদ্ধের এক পর্যায়ে মিত্রবাহিনীর সহযোগিতায় চূড়ান্ত বিজয় প্রাপ্তির ১০ দিন পূর্বেই চুনারুঘাট উপজেলাসহ জেলার অন্যান্য ৭টি উপজেলা/থানা শত্র“মুক্ত ঘোষণা করা হয়েছিল। আসছে আগামী ৬ই ডিসেম্বর শত্র“ মুক্ত দিবসের শুভলগ্নে আমি স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের এবং সম্ভ্রম হারানো মা-বোনদের ও আত্ম-উৎসর্গকারী সকল শহীদদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। হানার মুক্ত দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর পক্ষ থেকে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। দিবসটির কর্মসূচিতে আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদের আয়োজনকে সার্থক করবে। অনুষ্ঠান সূচি, ৬ই ডিসেম্বর রোজ মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা ভবন, উপজেলা কমান্ড কার্যালয়, সকাল ১০টায় বিজয় র্যালী, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম প্রাঙ্গণ, দুপুর ১২টায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম প্রাঙ্গণ, বিকাল ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা লাল দল বনাম সবুজ দল, উপজেলা পরিষদ মাঠ, সন্ধ্যা ৬টায় নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৭১ আমার অহংকার, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম প্রাঙ্গণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj