এস এইচ টিটু : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর সিটি পার্কের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে।
অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম সরদার।
অলিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক-মোহাম্মদ আবু তাহেরের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-মাওলানা আব্দুল কাইয়ুম,মাওলানা আব্দুল ওয়াহাব,মাওলানা আব্দুল,সাত্তার,মাওলানা আব্দুল কুদ্দুছ,মাওলানা আব্দুল কুদ্দুস নুরী,মাওলানা আবু তাহের,ইসহাক আলী সেবন,হাবিবুর রহমান বেনু,আব্দুল ছুবহান ছায়েদ,জহিরুল ইসলাম মিলন,রাজু মাস্টার,ডা: মাহমুদ হোসেন হাবিব,আশরাফ উদ্দিন,আব্দুল কাদির স্বপন,সাইফুল ইসলাম তালুকদার,হাফেজ মনির,তানবীর,শরীফ,আবু জাফর,মুমিন,ইব্রাহীম,আব্দুল হান্নান,ফারুক,নিজাম উদ্দিন,মুন্না,মিটন,ইউসুফ,শাহজান মিয়া,অলিউর রহমান খোকন প্রমুখ।
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যাকে স্মারণকালের অমানবিক হত্যা ও নির্যাতন আখ্যা দিয়ে বক্তারা তাদের বক্তব্যে বলেন- রোহিঙ্গা মুসলিমদের পার্শ্বে দাঁড়ানো বিশ্বের প্রতিটি মুসলমানের এখন ঈমানি দায়িত্ব।
সেই সাথে বাংলাদেশ সরকারের উচিত সীমান্ত খুলে দিয়ে অসহায় মিয়ানমারের মুসলিমদের আশ্রয় দেওয়া।
সভায় আরও বলা হয়, এখন পশ্চিমা সহ বিশ্বের মানবতাবাদিরা আজ নিরবতা পালন করছেন কেন? আজকি মানবতা লঙ্গন হচ্ছে না। তারা এই নিরবতা পালনের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং মিয়ানমারে মুসলমানদের বর্বর হত্যাকান্ড,নির্যাতন-নির্বিচারে গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকরী ভূমিকা রাখাতে জোর আহবান জানানো হয়।এবং মিয়ানমারে অং সান সূচীর শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাহার করার জোরালো দাবি জানানো হয়।
একই সাথে হবিগঞ্জের ৩টি মসজিদে অগ্নি সংযোগের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
বক্তারা অবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যা নির্যাতন বন্ধের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরো কঠিন আন্দোলনেরও হুমকি দেন তাঁরা।
পরে নিহত মুসলমানদের আত্মার শান্তি কামনা করে দোয়ার মাধ্যমে মানববন্ধন ও প্রতিবাদ সভার সমাপ্তি ঘটে।
এ মানববন্ধনে দলমত নির্বিশেষে শত শত ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj