মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরমন্ডল রাস্তায় দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে ঘটনা ঘটে।
এ সময় ডাকাত দল নগদ টাকা, মোবাইল সেট ও মোটর সাইকেল নিয়ে যায়। এ ঘটনায় মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের জহির মিয়ার ছেলে মোঃ মালেক মিয়া সহ আরো ২ জন মুড়ারব্দ মাজার জিয়ারত শেষে বুধবার রাতে মোটর সাইকেল দিয়ে বাড়িতে যাবার পথে বাঘাসুরা – দরমন্ডল রাস্তার মুসাফির মাজারের নিকট পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা কয়েকজন ডাকাত তাদের মোটর সাইকেলের গতি রোধ করে মারপিট করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা মোবাইল ফোন ও বাজাজ কোম্পানির একটি পালসার মোটর সাইকেল নিয়ে যায়।
এ সময় ডাকাতের হামলায় নাছির মিয়া, কাউছার মিয়া আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মালেক মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় উপজেলার বাঘাসুরা গ্রামের মৃত আশু মিয়ার ছেলে মোঃ খসরু মিয়া সহ ৩ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানার উপ- পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj