ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ঃ আজ ২৯ নভেম্বর। ’৭১ এর এই দিনে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চুনারুঘাট উপজেলার শোকাবহ স্মরণীয় দিন। ’৭১এর এই দিনে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলপুর গ্রাম, লালচান্দ চা বাগান ও কালেঙ্গা বনে হানাদাররা অতর্কিত হামলা চালায়। ৩১ জন মুক্তিযোদ্ধা এ দিন শহীদ হন। এতে আহত হয়েছিলেন প্রায় দু’শতাধিক গ্রামবাসী।
২৯ নভেম্বর ভোরে ওই গ্রামে একই পরিবারের পিতা-পুত্র সহ ১০ জনকে ধরে নিয়ে যাওয়া হয় শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের পূর্ব পাশের শ্মশানে। তাদের কাউকে বেয়নেট দিয়ে, কাউকে গুলি করে হত্যা করা হয়। এরা হলেন- গোলক চন্দ্র দেবনাথ, শ্যাম সুন্দর দেবনাথ, যুগেন্দ্র দেবনাথ, শ্যামচন্দ্র দেবনাথ, রাজেন্দ্র দেবনাথ, মাখন দেবনাথ ঠাকুর, ধন দেবনাথ।
একই দিনে হানাদার বাহিনী কালেঙ্গা বনের হেডম্যান আব্দুল মান্নানকে গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করে। পরে শানখলা ইউপির লালচাঁন্দ চা বাগানে তারা চালায় গণহত্যা। কিন্তু এই শ্মশানটি বধ্যভূমি হলেও সেখানে কোনো স্মৃতিসৌধ অথবা শহীদ মিনার নির্মিত হয়নি।
এসব নির্মম নিষ্ঠুর হত্যা ছাড়াও আল বদর, আল শামস, রাজাকার ও তথাকথিত শান্তিরক্ষী কমিটির চেয়ারম্যান, সদস্যদের ইশারা ইঙ্গিত ও প্রত্যক্ষ মদদে পাক হায়েনার হাতে বাঙালির গর্ব বীর মুক্তিযোদ্ধারা দেশের বিভিন্ন স্থানে র্নিমভাবে শাহাদাত বরণ করেছেন।
এই দিন ২২ জন পাকসেনা ঘটনাস্থলেই নিহত হয়। সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলা স্বাধীনতা যুদ্ধের এক নীরব সাক্ষী। এখানে রয়েছে মুক্তিযোদ্ধের অনেক স্মৃতি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj