নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের মাদক সম্রাট আবু বক্কর (৪০)কে গ্রেফতার করেছে বাহুবল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় শেরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার কাছে ইয়াবা ট্যাবলেট ও একটি ধারালো ছুরি উদ্ধার করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ধৃত মাদক সম্রাট আবু বক্কর দীঘলব্রাম্মন গ্রামের হাজী ইউনুছ উল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘলব্রাম্মন গ্রামের হাজী ইউনুছ উল্লার ছেলে আবু বক্কর দীর্ঘদিন ধরে নবীগঞ্জ, বাহুবলসহ বিভিন্ন স্থানে মরন নেশা ইয়াবা, হিরোইনসহ মাদক ব্যবসার সাথে জড়িত। ইতিমধ্যে তার নেতৃত্বে ওই এলাকায় একটি মাদক সিন্ডিকেট গড়ে তোলে। ওই সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা করে রাতারাতি প্রচুর টাকা ও ধন সম্পদের মালিক হয়ে উঠেন আবু বক্কর। তার বিরুদ্ধে বাহুবল থানাসহ নানা স্থানে একাধিক মাদকের মামলা রয়েছে।
সে পুলিশ চোখঁকে ফাকিঁ দিয়ে গোপন আস্তানা থেকে তার অপকর্ম চালিয়ে আসছিল। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বাহুবল থানার এসআই কাজী জিয়া উদ্দিন ও এসআই নুর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ আউশকান্দি ইউপির শেরপুর জব্বার মিয়ার হোটেল থেকে আবু বক্করকে গ্রেফতার করে বাহুবল থানায় নিয়ে যায়। এ সময় তার দেহ তল্লাশীর করে পুলিশ তার কাছ থেকে ইয়াবা ও ধারালো একটি ছুরি উদ্ধার করেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছেন, বাহুবল থানার একটি মাদক আইনের মামলা নং ১০ তারিখ ১০/১১/২০১৬ইং নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মৌলভীবাজার থানায়ও তার বিরুদ্ধে হিরোইনের মামলা রয়েছে। এদিকে মাদক সম্রাট আবু বক্করকে গ্রেফতারের খবরে ওই এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj