হীরেশ ভট্টাচার্য্য হিরো : অগ্রঅধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৯৪ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের রাস্তা পাকাকরণে অনিয়ম ও র্দূনীতির অভিযোগ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বুধবার সকালে লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় লোকদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে বর্তমানে এ রাস্তায় কাজ বন্ধ রয়েছে। অভিযোগে জানা যায়, মের্সাস খান এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ২ কিলোমিটার কমলপুর রাস্তার কার্পেটিং কাজের দরপত্র পায়। ২০১২সালের ১৮ অক্টোবর কাজ শুরু হয়ে ২০১৩ সালের ১৮ জুলাইয়ের মধ্যে উক্ত রাস্তার কাজ সম্পন্ন হওয়ার কথা।
কাজ শুরুতেই নিম্ন মানের কংক্রিট ও বালুর পরিবর্তে মাটি দিয়ে রাস্তার কাজ শুরু করলে এলাকাবাসী বাধা দিয়ে সিডিউল দেখতে চাইলে স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগিতায় এলাকাবাসীর নামে থানায় জিডি করার হুমকি দেয়। কিছু দিন কাজ করার পর ২বছর আগে ঠিকাদারের লোকজন রাস্তার কাজ অসমাপ্ত রেখে চলে যায়। গত ১ সপ্তাহ আগে আবার ঠিকাদারের লোকজন আবার এ রাস্তার কার্পেটিং কাজ শুরু করে। এতে স্থানীয় লোকজন দেখতে পায় বিটুমিনের পরিমাণ কম দিয়ে পুড়া মবিল দিয়ে রাস্তার ধুলো বালু না সরিয়ে এতে কার্পেটিং আস্তরণ শুরু করে। সামান্য যানবাহন চলাচলের পরই রাস্তার কার্পেটিংয়ের আস্তরণ দ্রুত সরে যাচ্ছে। এ বিষয়টি স্থানীয় লোকজন ঠিকাদারদের নজরে আনলে তারা এর কোনো কর্ণপাত করেনি।
পরে এলাকাবাসী কাজ বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলে ঠিকাদারের লোকজন কাজ বন্ধ রাখে। ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মহসিন আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। এখানে কাজ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুুর রহমান সোহাগ জানান, এ রাস্তায় নিম্ন মানের কাজের অভিযোগ স্থানীয় লোকজন দীর্ঘ দিন ধরে করে আসছে। তিনি তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগের পরামর্শ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj