চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের মৃত রমিজ উল্লার পুত্র মোঃ আঃ সহিদ (৫৭) তার নিজ পীরের বাজার দোকান ভিটের সীম-সীমানাকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার হামলায় গুরুতর আহত।
জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে পীরের বাজার (নতুন বাজার) নামক স্থানে পূর্ব দিকে সহিদের নিজ দোকান ভিটের জায়গার সীম-সীমানাকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার হামলায় আঃ সহিদ গুরুতর আহত হয়েছে। স্থানীয় বাজারবাসীরা আঃ সহিদের আত্মচিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।
আহত আঃ সহিদ জানান, পূর্ব পরিকল্পিতভাবে আমা বড় ভাই আঃ লতিফ ও ভাতিজা সবুজ মিয়া (৪০), বকুল মিয়া (৩৭), কাজল মিয়া (৩৪), কুকিল (৩২) সহ একদল দুর্বৃত্ত পূর্ব সীম-সীমানার বিরোধকে কেন্দ্র করে এক পর্যায়ে বড় ভাই আঃ লতিফের সাথে কথাকাটাকাটি হলে এসময় তার ভাতিজা বকুল মিয়া সহ তার দলবল নিয়ে উত্তেজিত হয়ে চাচা আঃ সহিদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
যার মৌজা- বড়াইল, সাবেক দাগ নং- ১১, জে.এল নং- ৬৬, পরিমাণ ৩ শতক ভূমি আঃ সহিদের নামে রেকর্ডীয়। দীর্ঘদিন যাবত ধরে ওই দোকানভিটের সীম-সীমানা নিয়ে আঃ সহিদের সাথে আঃ লতিফের বিরোধ চলে আসছিল। আঃ সহিদ ৩ দিন ধরে চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আঃ সহিদকে হাসপাতালে দেখতে এসে, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন, কাউন্সিলর আব্দুল হান্নান সহ আত্মীয়-স্বজন দুঃখ প্রকাশ করেন।
ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ওই দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আব্দুল সহিদ বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj