মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে এবং ২৬ নভেম্বর ঢাকায় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে। তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি হবিগঞ্জ জেলার উদ্যোগে শুক্রবার বিকেলে শহরের খোয়াই ব্রীজ থেকে পোদ্দারবাড়ী পর্যন্ত এক পদযাত্রা কর্মসূচী পালিত হয়। পদযাত্রা চলাকালে বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি হবিগঞ্জ এর সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বারের সাবেক সহসভাপতি এডভোকেট মুরলী ধর দাশ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এডভোকেট রনধীর দাশ, এডভোকেট কামরুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ (সাম্যবাদী) নেতা শফিকুল ইসলাম, পরিবেশ আন্দোলন নেতা তোফাজ্জুল সোহেল প্রমুখ। কর্মসূচীতে অংশগ্রহণ করেন জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, প্রগতিশীল সাংবাদিক মুজিবুর রহমান, কবি সিদ্দিকী হারুণ, শ্রমিক নেতা আঃ ছালাম, পরাগ সারোয়ার, আযহারুল ইসলাম মুরাদ, ডাঃ সুনীল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ দেশের স্বার্থ রক্ষা এবং মানুষকে বাঁচানোর জন্য সর্বোপরি পরিবেশকে রক্ষায় রামপাল চুক্তি বাতিল করার আহবান জানান। অন্যথায় ২৬ নভেম্বর ঢাকায় মহা সমাবেশ সফল করার মাধ্যমে জনগণকে সাথে নিয়ে এই প্রকল্প প্রতিরোধ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj