মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে : বাহুবল সদরে পৌরসভা বাস্তবায়নের দাবিতে এক মঞ্চে উঠলেন সর্বদলীয় নেতৃবৃন্দ।
বৈরি রাজনৈতিক পরিবেশে সৌহার্দপূর্ণ এ দৃশ্য স্থাপন করলো জাগ্রত বাহুবল নামে একটি সংগঠন।
মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত জনসভায় নেতৃবৃন্দ দাবি আদায়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগামী রোববার মানববন্দন কর্মসূচি পালনের ঘোষণা দেন।
জনসভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী।
বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কাজল মিয়া তালুকদার ও ছাত্রনেতা আরিফ হাসান আফজলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির চৌধুরী, সাতকাপন ইউপি চেয়ারম্যান জেলা জাপা নেতা শাহ আবদাল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শাহ আহমেদ আওলাদ, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ ও সোহেল আহমদ কুটি, প্রচার সম্পাদক ইলিয়াছ আখঞ্জী, উপজেলা আওয়ামীলীগ সদস্য আয়াত আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান মাস্টার, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হক, জেলা মানবাধিকার নেতা সৈয়দ খলিলুর রহমান, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদুর রেজা রাজু, সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সরকার, কাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, বাজার মসজিদের ইমাম মুফতি তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ, সাবেক মেম্বার বিএনপি নেতা মুক্তার হোসেন, আব্দুল হক হুন্দা মিয়া, বুলবুল চৌধুরী, জাপা নেতা মাসুক আহমেদ, আব্দুল কাইয়ূম মাহমুদ, মাওলানা আব্দুল হাই, উপজেলা খেলাফত মজলিস সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ আজাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, বিএনপি নেতা হাফেজ আব্দুর রকিব, ক্বারী দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা বদরুল আলম, হাজী আবিদ আলী, মামুনুর রশিদ মামুন, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা. বেনু দেব, মোঃ ফখরুল ইসলাম, হারুনুর রশিদ, মজিদ শেখ, সামিউল ইসলাম, সৈয়দ আনোয়ার ও ফেরদৌস আহমেদ হৃদয়, মোঃ ফরিদ মিয়া, আব্দুল কাইয়ূম প্রমুখ।
সভায় আগামী রোববার সকাল ১১টায় উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj