ডেস্ক : সিলেটে জাহাঙ্গির আলম (১৮) নামে এক তরুণকে হত্যার দায়ে একজনের ফাঁসি ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা সোমবার (১৪ নভেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামী শরিফ উদ্দিন (৩৫) সিলেট নগরীর কলবাখানি এলাকার বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ওই মামলার অপর ৭ আসামিরা হলেন- ইকবাল মিয়া, গুলজার, কালাম মিয়া, রাজ্জাক, নয়ন ওরফে রিপন, জলিল মিয়া ও হাসান মিয়া।
আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১ অক্টোবর নগরীর গোয়াইপাড়া এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে তার বাসা থেকে আসামীরা ডেকে নিয়ে পার্শ্ববর্তী দলদলি চা বাগানে নিয়ে গলা কেটে হত্যা করে। তৎকালীন কোতোয়ালি থানায় (বর্তমান বিমানবন্দর) নিহতের পিতা বাদি হয়ে ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আবু আবদুল্লাহ ২০০৫ সালের ৩১ জানুয়ারি ওই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারী আদালতে অভিযোগ গঠনের পর বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলার মোট ৩১ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার এ রায় দেন। ঘটনার ১২ বছর পর এ রায় ঘোষণা করা হলো।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউট (পিপি) এডভোকেট মফুর আলী ও আসামীপক্ষে এডভোকেট আয়শা বেগম সেলি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj