হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের মাছুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্ততিকালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আলাল ডাকাত (২৮) নিহত হওয়ায় মিষ্টি মুখ করেছেন স্থানীয় লস্করপুর ইউনিয়নবাসী। এ ছাড়াও ইউনিয়নবাসী এ ঘটনায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোশ প্রকাশ করেছেন।
বুধবার সন্ধ্যায় স্থানীয় নতুন বাজার এলাকায় এ মিষ্টি মুখ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আলী মুন্সি, ইউপি সদস্য মোঃ ফজলুল হক, মোঃ মুখলেছুর রহমান,ঠিকাদার আব্দুল মতিন, মোবারক মিয়া, নুরুল আমিন মাষ্টার, মেন্দি মিয়া, আব্দুল মালেক, সালেক মিয়া প্রমূখ।
এ ব্যাপারে লস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো জানান, মঙ্গলবার রাতে সুলতানশীর কুখ্যাত আলাল ডাকাত পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হওয়ায় এলাকাবাসী খুবই আনন্দিত। ইউনিয়নের অন্যান্য ডাকাতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এলাকাবাসীর পক্ষে স্থানীয় আওয়ামীগ নেতা মোঃ আব্দুল হাই জানান, নিহত আলাল ডাকাতের বিরুদ্ধে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে ১৪টি ডাকাতির মামলা রয়েছে। গত ১৮ অক্টোবর গভীররাতে ইউনিয়নের উত্তর চরহামুয়া গ্রামের মিটুই মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তাছাড়া ইতিমধ্যে ওই এলাকার নোয়াবাদসহ অন্যন্য গ্রামে ডাকাতির প্রস্ততির সময় ৩ ডাকাতকে আটক করে জনতা পুলিশে সোপর্দ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj