নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর বাজারের ঝুলন মন্দির ভাংচুর মামলায় কারাগারে থাকা ৮ আসামীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বিকেলে তাদের উপস্থিতিতে অতিরিক্ত চীফ জুডিসিয়ালের বিচারক এসএম হুমায়ুন কবীর এ আদেশ প্রদান করেন।
আসামীপক্ষে মামলা পরিচালনা করেন মোজাম্মেল হক রাসেলসহ বেশ কয়েকজন আইনজীবি। রাষ্ট্রপক্ষে ছিলেন সিএসআই সিরাজ উদ্দিন।
মামলার বিবরণে জানা যায়, গত ৩০ অক্টোবর নাসিরনগরে ফেসবুকে ধর্মীয় অনুভূতি আঘাত এনে রসরাজ দাস নামের এক যুবক ছবি ও মন্তব্য পোষ্ট করে। এ ঘটনায় নাসিরনগর ও মাধবপুরে বেশ কয়েকটি মন্দির ভাংচুর করা হয়।
এ ব্যাপারে গিয়াস উদ্দিন বাদি হয়ে ২শ জনের বিরুদ্ধে মামলা করেন। বুধবার এ মামলার আসামী ইয়াসিন মিয়া, মনসুর মিয়া, শামীম মিয়া, উসমান গনি, মামুন মিয়া, শুকুর মিয়া, জিলাল মিয়া ও সাহেদ মিয়াকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মাঝে ইয়াসিন, মনসুর মিয়া ও শামীম মিয়াকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।