বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং রেলস্টেশন সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। প্রতিদিনই ওই সড়কে ঘটছে কোন না কোন দুর্ঘটনা।
এলাকাবাসি জানান, ওই সড়ক দিয়ে প্রতিদন শত শত ছোট ও বড় যানবাহন এবং হাজার হাজার মানুষ চলাচল করছে। দীর্ঘদিন ধরে ওই সড়কটি ভেঙ্গে খানা খন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ওই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
সড়কটি দিয়ে প্রতিদিন কমপক্ষে ১৫ গ্রামের মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।অনেক বছর যাবত রাস্তাটি এ অবস্থা থাকলেও দেখার যেন কেউ নেই।এ সড়ক দিয়ে চলাচলত মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ রয়েছেন নিরব ভূমিকায়।এ নিয়ে কয়েকবার পত্রিকায় লেখালেখি হলে ও দেখার যেন কেউ নেই?
সরেজমিনে গিয়ে দেখা যায়, সুতাং বাজার মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত সড়কের বিভিন্নস্থান ভেঙে খানা খন্দে পরিণত হয়েছে। ওই এলাকায় মসজিদ রয়েছে। প্রতিদিন শত শত মুসল্লীরা নামাজ পড়েন ওই মসজিদে। কিন্তু বৃষ্টি হলেই ওই সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে যায়। ফলে তাদের কে দুর্ভোগে পড়তে হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj