নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শ্রেণি চালু ও পৌরসভার আয়োজনে রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’র শুভ উদ্বোধন ও বাল্য বিবাহ, ইভটিজিং, যানজট, মাদক, সন্ত্রাস , জঙ্গীবাদ মুক্ত, শতভাগ স্যানিটেশন, শতভাগ স্কাউটিং এবং শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুরে প্রথমে শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শ্রেণি কার্যক্রম চালু ও পরে রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’র কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা আলম।
এসব উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা আলম বলেন- আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। তাই তাদের যোগ্য করে তুলতে স্কুলে পাঠাতে হবে। তিনি বলেন-শুধু সন্তানকে স্কুলে পাঠিয়েই দায়িত্ব শেষ নয়। তাদের নিয়মিত পুষ্টিকর খাবার খেতে দিতে হবে।
তাহলে সন্তানদের মেধা বিকাশ ঘটবে। তিনি বলেন- বর্তমান সরকার শিক্ষার মানকে এগিয়ে নিতে স্কুলে স্কুলে ডিজিটাল শ্রেণিসহ নানা কার্যক্রম চালু করছে। শিক্ষকরা দায়িত্বশীল হয়ে ডিজিটাল ক্লাসে নিয়মিত পাঠদান করাতে হবে। আর এসব শ্রবণ করে শিক্ষার্থীরা নিজেদের এগিয়ে নিবে।
জেলা প্রসাশক সাবিনা আলম বলেন- আজ শায়েস্তাগঞ্জের এ দুই স্কুলে ডিজিটাল শ্রেণি ও মিড ডে মিল কার্যক্রম চালু করা হয়েছে। তিনি বলেন- শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি গ্রহণে ভূমিকা রাখবে ডিজিটাল শ্রেণি কার্যক্রম।
তিনি বলেন, শায়েস্তাগঞ্জে স্কুলগুলোতে ডিজিটাল ক্লাস ও মিড ডে মিল চালু করার জন্য আপ্রাণ চেষ্টা ছিল পৌর মেয়রের। অবশেষে চালু হলো। পর্যায়ক্রমে বাকী স্কুলগুলোতে এসব কার্যক্রম চালু করা হবে। নিরাশ হওয়ার কিছু নেই।
এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, পৌর কমান্ডার মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, পৌর প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুক, পৌর আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, মুরুব্বী এমএ হক, জাগ্রত মহলুলসুনামের সভাপতি আঃ শহীদ, সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, মকবুল হোসেন, জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন চৌধুরী, প্রধান শিক্ষিকা মেহেরুন্নাহার প্রমুখ।
এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকসহ তৃণমূলের শত শত লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj