নিজস্ব প্রতিনিধি : সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় ১৫টি কৃষক গ্রæপের মাধ্যমে ১৫টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১লা নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোস্তুফা ইকবাল আজাদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা নির্বাহী অফিসার স›দ্বীপ কুমার সিংহ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, উপজেলা যুবলীগ সভাপতি ও ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া।
পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি কৃষক গ্রæপের সভাপতি/সেক্রেটারীর নিকট পাওয়ার টিলারগুলো হস্তান্তর করেন। উলেøখ্য, ১৫টি কৃষক গ্রæপের সভাপতি প্রতিটি পাওয়ার টিলার এর জন্য ১৫ হাজার টাকা ফেরতযোগ্য জামানত ব্যাংকের মাধ্যমে জমা প্রদান করে বাৎসরিক ৫ হাজার টাকা ভাড়া প্রদান সাপেক্ষে এ পাওয়ার টিলার গুলো তাদের কাছে হস্তান্তর করা হয়।
১৫টি পাওয়ার টিলার বাজার মূল্য রয়েছে প্রায় ২৩ লক্ষ ২৫ হাজার টাকা। ইতিপূর্বেও ১৫টি কৃষক গ্রæপকে ভাড়ার মাধ্যমে ফুড পাম্প, ¯্র-েমেশিন ও পাওয়ার পাম্প বিতরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj