নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলের শ্রমজীবী শিশুদের প্রাথমিক শিক্ষার আওতায় আনার লক্ষ্যে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
তার প্রচেষ্টায় প্রাথমিক বিদ্যালয়বিহীন উপজেলা সদর সংলগ্ন ঐতিহ্যবাহী সাতকাপন গ্রামে ‘আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কল্যাণ ট্রাস্টের অধিন পরিচালিত হবে। নতুন বছর থেকে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিদ্যালয়টি।
এ লক্ষ্যে অবকাঠামো নির্মাণ সম্পন্ন হওয়ার পর সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়টি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
সাবেক মেম্বার জবরু মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শামিনুর রহমানের এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ চন্দ্র চন্দ, যুব উন্নয়ন অফিসার আলহাজ হোসেন শাহ, আলিফ-সোবহান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, সাতকাপন ইউপি চেয়ারম্যান শাহ আবদাল মিয়া, ডিএনআই মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ইসহাক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শাহ আহমেদ আওলাদ, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মহফিল মিয়া তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দাল মিয়া তালুকদার, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, আজিজুজুর রহমান টেনু, বিশিষ্ট সমাজকর্মী সৈয়দ খলিলুর রহমান, ইউপি মেম্বার আতাউর রহমান, খোকুমনি দেবনাথ, জাহিদ মিয়া, সাংবাদিক ইসমাইল মাহমুদ ফিরোজ, দরছ মিয়া, দেলোয়ার হোসেন ও ফেরদৌস আহম্মেদ হৃদয় প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন হাফেজ নাঈমুদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কেয়া চৌধুরী এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের বিপ্লব সংগঠিত হয়েছে। দেশের প্রায় প্রত্যেকটি বিনামূল্যে শিশু প্রাথমিক শিক্ষার পাশাপাশি বিনামূল্যে বই, খাতা, কলম; এমন কি উপ-বৃত্তি হিসেবে নগদ টাকাও পাচ্ছে। দেশের শ্রমজীবী শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিন শিশু কল্যাণ ট্রাস্ট দেশে ১৪৭টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে। আমার অনুরোধ এবং মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সুপারিশে বাহুবলের সাতকাপন গ্রামে ‘আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’ পরিচালনার দায়িত্ব নিয়েছে শিশু কল্যাণ ট্রাস্ট। আমার বিশ্বাস এ বিদ্যালয়টি চালু হলে এ অঞ্চলের শ্রমজীবী শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj