নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০নং ইউপি থেকে ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এবং অত্র এলাকার পিএসসি, জেএসসি ও এসএসসিতে এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে দক্ষিণ বানিয়াচং সমাজ কল্যাণ পরিষদ।
শনিবার দুপুরে দক্ষিণ সাঙ্গর গ্রামে গাউছিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শেখ সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ এর পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগের মত এখন আর কোন অঞ্চল অবহেলিত নয়। দক্ষিণ বানিয়াচং এ নতুন উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যানগণের মাধ্যমে আলাদা আলাদা রেজুলেশন তৈরী করে জনগণের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে উপজেলা বাস্তবায়নের যৌক্তিক দাবী তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক ও প্রকাশক জাকারিয়া খান চৌধুরী।
তিনি প্রকৃত দরিদ্র মেধাবী ও ঝরে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, দক্ষিণ বানিয়াচং সমাজ কল্যাণ পরিষদের মতো সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। আর শুধু মেধাবীদের নয় প্রকৃত দরিদ্র মেধাবী ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে সহযোগীতা জন্য অনুরোধ করেন। দক্ষিণ বানিয়াচং সমাজ কল্যাণ পরিষদ একটি মহতি কাজ হাতে নিয়েছে। ভবিষ্যতে এমন উদ্যোগে তিনিও অংশ গ্রহণ করে সর্বাত্মক সহযোগীর আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি বানিয়াচঙ্গের দক্ষিণাঞ্চল নিয়ে নতুন একটি উপজেলা বাস্তবায়নেরও দাবী জানান সরকারের প্রতি।
তিনি বলেন, এখানে কোন দলমত নয় বরং সকল দলের সহমর্মিতার এক মিলনমেলা বসেছে। এক মঞ্চে বসে সব দলের লোক তাদের উপজেলা বাস্তবায়নে তাদের যৌক্তিক দাবী তুলে ধরেছে। আমিও সকলের সাথে একমত পোষণ করি।
আরো বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, সংগঠনের উপদেষ্টা মোঃ আনিসুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, মোঃ মধু মিয়া তালুকদার, মোঃ আবুল কাশেম চৌধুরী, মোঃ আব্দুল কদ্দুছ শামীম, মোঃ ফজলুর রহমান খান, এ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, হুমায়ুন কবির রেজা, আকাদ্দছ হোসেন তালুকদার, মোঃ শামসুল হক তালুকদার, মোঃ মাহফুজুর রহমান তালুকদার, মোঃ টিপু সুলতান চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব কামরুল ইসলাম মাষ্টার, মোঃ আব্দুল হামিদ, কাজী সুহৃদ আহমেদ খোকন, এ্যাডভোকেট মিজানুর রহমান খোকন, ছাত্র-ছাত্রীদের পক্ষে মাহিশা ফারজানা মুমু।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত ৬ জন চেয়ারম্যান এবং ৭৬ জন এপ্লাস প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এতে কোরআন তেলাওয়াত করেন মাওঃ মহিবুর রহমান, গীতা পাঠ করেন জাগ্রত মোহন দেবনাথ। সার্বিক সহযোগীতায় ছিলেন মোঃ ওস্তার মিয়া ও শামীম চৌধুরী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj