মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে শিশু শফিক (১১) নিখোঁজের একদিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। সে চুনারুঘাট উপজেলার বড়কোটা গ্রামের আব্দুল গুনির পুত্র।
জানা যায়, শিশু শফিক নিজামপুর হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। গত শুক্রবার(২৮/১০/২০১৬)দুপুরে তার বাবার সাথে শায়েস্তাগঞ্জ পুরানবাজারে যায়। তার বাবার শফিককে একটি দোকানের বারান্দায় বসিয়ে জরুরি কাজ সারতে যান।
আধাঘন্টা পরে গিয়ে দেখেন শফিক সেখানে বসা নেই। বাজারের খোজাখুজি করেও কোথাও পাননি। এক পর্যায়ে আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোজ করা হয়। কোথাও পাওয়া যায়নি শফিককে।
শনিবার সকালে চট্টগ্রাম থেকে শফিকের বড় ভাই আব্দুল মতিনের মোবাইলে ফোন আসে। ফোনে কথা প্রসঙ্গে শফিকের সন্ধান দেন রেল স্টেশনের জনৈক ব্যবসায়ী। পরে আব্দুল মতিন চট্টগ্রাম রেল স্টেশনে জনৈক ব্যবসায়ীর দোকান থেকে তাকে উদ্ধার করেন।
শফিকের বরাত দিয়ে তার বড় ভাই আব্দুল মতিন এ প্রতিনিধিকে জানান, শফিককে অপরিচিত ব্যক্তি কৌশলে পুরানবাজার থেকে নিয়ে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে ট্রেনযোগে চট্টগ্রাম নিয়ে যায়। সেখানে একটি ঘরে বন্ধি করে রাখে। শফিক কৌশলে বন্ধিশালা থেকে পালিয়ে রেলস্টেশন যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj