নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোজাহিদ আহমদ এর স্ত্রী মিনা বেগম গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ( ইন্নালিল্লাহি - - - রাজিউন )।
ওই দিন বিকাল সাড়ে ৪ ঘটিকায় নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ঈদগাহ ময়দানে মরহুমার জানাযার নামাজ অনুষ্টিত হয়েছে। বাদ মাগরিক গ্রামের বাড়ি উপজেলার রাইয়াপুর গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। প্রথম জানাযার নামাজে ইমামতি করেন প্রখ্যাত আলেমেদ্বীন মাওঃ নুরুল হক নবীগঞ্জী। ২য় জানাযায় গ্রামের মসজিদের ইমাম ইমামতি করেন।
উক্ত জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যাক মানুষের উপস্থিতি ঘটে।
এদিকে পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমদ এর স্ত্রী মিনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, আওয়ামীলীগ নেতা ও প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের ইকবাল আহমদ বেলাল প্রমূখ নেতৃবৃন্দ।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj