আগামী ৩০ অক্টোবর থেকে সিএনজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
সড়ক ও জনপথ অধিদফতরের ইজারা মাসুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ ৩টি দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান বলেন, ‘আমাদের অনেকগুলো দাবি আছে। এর মধ্যে প্রধান দাবি ৩টি। এক. সড়ক ও জনপথ অধিদফতরের ইজারা মাসুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করা, দুই. গ্যাসের দাম না বাড়ানো এবং তিন. মন্ত্রণালয়ে যে সুপরি দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা।’
তিনি বলেন, ‘সড়ক ও জনপথ অধিদফতর অস্বাভাবিক ভাবে ১৮২ শতাংশ ইজারা মাসুল বাড়িয়েছে। এ মাসুল কমাতে হবে। তবে আমাদের দাবি হলো মাসুল বাড়ানো সিদ্ধান্ত বাতিল করতে হবে।’
‘আগামী ৩০ অক্টোবর সকাল ৬টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবে’ বলেন মাসুদ খান।
তিনি জানান, কয়েক বছর ধরে সরকারের কাছে এ খাত টিকিয়ে রাখতে দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের দাবির ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj