বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০১৬’ এর বিভাগীয় পর্যায়ের পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় দল রানারআপ হয়েছে ।
বুধবার সকালে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় (সিলেট জেলা)।
সিলেটের জেলা প্রশাসক জনাব জয়নাল আবেদীন এ বিতর্কের উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রাক-গ্রুপ-১ (সেমি-ফাইনাল) পর্বে সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় (সিলেট জেলা চ্যাম্পিয়ন) বনাম দি ফ্লাওয়ার কেজি এন্ড হাইস্কুল(মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন) এর মধ্যে বিতর্ক অনুষ্ঠিতহয়। এতে বিজয়ী হয় সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রাক-গ্রুপ-২ (সেমি ফাইনাল) পর্যায়ে পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়’ (হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন) বনাম সুনামগঞ্জ এস.সি.বালিকা উচ্চ বিদ্যালয়(সুনামগঞ্জ জেলা চ্যাম্পিয়ন) এর মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়। পরে পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় ও সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঝে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সন্মানী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন-দুনীর্তি দমন কমিশন, সিলেটের পরিচালক শিরিন পারভীন, উপ-পরিচালক রেবা হালদার, সিলেট ও মৌলবীবাজার জেলার উপ পরিচালক খলিলুর রহমান, সিলেটের জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও দুনীর্তি প্রতিরোধ কমিটি, হবিগিঞ্জ জেলার সদস্য সচিব উপাধ্যক্ষ আব্দুল জাহির। অনুষ্ঠানে মেন্টর ও তার্কিকদের ক্রেস্ট দেয়া হয়।
পুটিজুরী দলের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ (মেন্টর), শেখ মহসিন আহমেদ (দলনেতা), মো: লুৎফুর রহমান (২য় বক্তা), ফাহমিদা আখঞ্জি তন্বী (১ম বক্তা)।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj