নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আইন অমান্য করে দিনে দুপুরে যন্ত্রদানব ট্রাক ও ট্রাক্টরের বেপরোয়া চলাচলে অতিষ্ট হয়ে উঠেছেন সাধারণ জনগণ। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ শহরের উপর দিয়ে ট্রাক,ট্রাক্টর,লরিসহ ভারি যানবাহন চলাচল নিষেধ থাকলেও নিয়ন্ত্রণহীন এ যন্ত্রদানব এতটাই বেপরোয়া যে, তাদের লাগাম টেনে ধরার যেন কেউ নেই।
জানা যায়- নিয়ন্ত্রনহীন এসব ট্রাক ও ট্রাক্টর চলাচলের কারণে শহরের-পাকা সড়কের যেমন ব্যাপক ক্ষতি হচ্ছে, অন্যদিকে এদের চাপায় পিষ্ট হয়ে অনেক তাজা প্রাণ অকালে ঝড়ে যাচ্ছে। এতে করে অন্যান্য যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। শুধু তাই নয়, এদের বেপরোয়া চলাচলের কারণে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা সড়ক পারাপারে ভয়ে ভয়ে থাকছে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার,স্টেশন সড়ক এবং রেলগেইট থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় দিয়ে ট্রাক্টর ও ভাড়ী যান চলাচল দিনের বেলায় নিষেধ থাকলেও আইন মানছে না কেউ।
এদিকে কম বয়সের আনাড়ি চালকরা ট্রাক্টর চালাচ্ছে। এদের কোন ড্রাইভিং লাইসেন্স বা রুট পারমিট নেই। বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দোহাই দিয়ে এরা অবাধে আইন অমান্য করছে।
সকালবেলা অফিস টাইমের সময় এবং ছাত্র/ছাত্রীদের স্কুল কলেজে যাওয়ার সময় এ অবস্থা নিত্য দিনেরই হয়ে উঠেছে। ট্রাক্টরের উপরে তীরপাল ব্যবহার করার নির্দেশ থাকলেও কোন ড্রাইভার তা মানছে না।
শায়েস্তাগঞ্জ পৌরসভার এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়া হলেও তা আমলে নিচ্ছে না ট্রাক ও ট্রাক্টর চালকরা। তাছাড়া দিনের বেলায় প্রকাশ্যে প্রধান সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে দোকানের মালামাল লোড-আনলোড করা হচ্ছে।
এ দৃশ্য শহরবাসীর কাছে হয়ে উঠেছে অতীব স্বাভাবিক। ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা দেখেও না দেখার ভান করছেন। যে কারণে শহরের প্রধান সড়কে প্রতিনিয়ত যানজট লেগে রয়েছে।এর বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করবেন কি?
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj