চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল এ্যান্ড কলেজে ভাংচুর ও শিক্ষক-শিক্ষার্থীর উপর হামলাকারীদের পুলিশ ছেড়ে দেয়ায় স্কুলের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে।
বুধবার কলেজের প্রদান গ্রেইটে জেএসসি ও এসএসসি মডেল টেস্ট পরিক্ষার শেষের অষ্টম ও দশম শ্রেনির ছাত্র-ছাত্রীরা এ বিক্ষোভ মিছিল ও চুনারুঘাট-আসামপাড়া সড়ক অবরোধ করে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলে অচিরেই হামলাকারীদের গেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। অন্যথায় শিক্ষার্থীরা কটোর আনন্দোল কর্মসুচি পালন করবে।
এদিকে পুলিশ ৫ হামলাকারীদরে অজ্ঞাত কি কারণে ছেড়ে দেয় এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। তাই রাতে তাদের ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলার গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে মডেল টেস্ট পরিক্ষা চলাকালীন সময়ে একদল সন্ত্রাসীরা শিক্ষক-শিক্ষার্থী ও কলেজের অফিস রুমে ভাংচু করে। তাদের হামলায় ৫ জন শিক্ষক-শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়।
হামলায় একদল সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে স্কুলের নবম শ্রেণির ছাত্র কাঠুয়ামাড়া গ্রামরে হাবিব মিয়র ছেলে তৌহিদুল ইসলাম এবং হাসনাবাদ গ্রামরে আব্দস সালামের ছেলে শাকিল মিয়া। তাদের রক্ষা করতে কলেজের শিক্ষক মোজাফর জোসেন, মাসুদ মিয়া ও কলেজের আয়া রিনা আক্তার আহত হয়। আহদেরকে চুনারুঘাট হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে স্থানীয় জনতা ও কলেজের শিক্ষার্থীরা ৫ হামলাকারীদের আটক করে পুলিশে সোপর্দ করে। হামলাকারীরা হল চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড গ্রামের সাবেক চেয়ারম্যান ও বহিস্কৃত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল লতিফের দুই ছেলে জুনেদ লতিফ ও জাবেদ লতিফ একই গ্রামের আব্দুল কাদিরে ছেলে সাইফুল আলম, আব্দুর রশিদের ছেলে শামীম ও আব্দুল হকের ছেলে আবিদ মিয়া।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj