শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: মিটার রিডারদের উপর কাজের চাপ বৃদ্ধি ও কর্মচারি ছাটাইয়ের প্রতিবাদে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতিতে কর্মচারিদের তিন দিনের কর্মবিরতি ও বিক্ষোভ চলছে।
মঙ্গলবার সকালে আন্দোলন কর্মসূচির প্রথম দিনে কাজে যোগ না দিয়ে মিটার রিডার ও ম্যাসেঞ্জারসহ কর্মচারিরা হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সামনে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করে।
মানববন্ধনে আন্দোলনরত কর্মচারিরা বলেন, বর্তমানে পল্লী বিদ্যুত সমিতিতে বেআইনীভাবে কর্মচারি ছাটাই চলছে। অনেক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও ছাটাইয়ের শিকার হয়েছেন। ইতোমধ্যে সারা দেশে ৩ হাজার কর্মচারি ছাটাই করা হয়েছে। ইদানিং হবিগঞ্জে ৩০/৪০ জনকে ছাটায়ের পক্রিয়া চলছে। অপরদিকে, মিটার রিডারদের জনপ্রতি ২ হাজার বিল তৈরি ও বিতরণের স্থলে ৫ হাজার বিল তৈরি ও বিতরণ করানো হচ্ছে। তারা অবিলম্বে কর্মচারি ছাটাই বন্ধ ও কাজের চাপ কমানোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনরত শ্রমিকরা।
মানববন্ধনে বক্তৃতা করেন আব্দুস সাত্তার, লিটন বর্মন, গৌতম দাশ, জুনায়েদ হাজারী প্রমূখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj