অনলাইন ডেস্ক : ভারতের তেলাঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হিন্দু ধর্মলম্বীদের দেবী ভদ্রকালির উদ্দেশে তিন কোটি ৭০ লাখ রুপির একটি মুকুট তৈরি করেছেন। মুকুটটির ওজন ১১ দশমিক ৭ কেজি। রোববার দুর্গা নভরাত্রির দিন দেবীর মাথায় ওই মুকুট স্থাপন করা হয়।
তেলাঙ্গানা পৃথক প্রদেশ হলে দেবীকে এ নৈবদ্য চড়াবেন বলে ব্রত করেছিলেন মুখ্যমন্ত্রী রাও। তেলাঙ্গানা সরকারের খরচে হায়দরাবাদের একটি নামকরা স্বর্ণালংকারের দোকানে ওই মুকুটটি তৈরি করা হয়েছে।
মুকুটটি তৈরি হওয়ার পর এটি নিজে পরীক্ষা করে দেখেছেন চন্দ্রশেখর। তবে এমন চোখ কপালে তোলা কাজ এটিই প্রথম নয়। বিভিন্ন সময় জাক-জমকভাবে পালনকৃত ধর্মীয় অনুষ্ঠানের খরচ তিনি নিজেই দেন। আর এসব খরচের বিল অনেক সময় কোটি রুপিও ছাড়িয়ে যায়।
তবে এসব কাজে অর্থ কোথায় পান সেটা নিয়ে সমালোচনার সৃষ্টি হলে চন্দ্রশেখর বলেন, ‘কোনো দুর্নীতি নয় বরং শুভাকাঙ্ক্ষিদের দানে সৃষ্ট নিজ ফাণ্ড থেকেই এসব খরচ মেটানো হয়।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj