হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কোথাও যাতে অনাকক্সিক্ষত ঘটনার সৃষ্টি না হয় সে ব্যাপারে সজাগ থাকতে তিনি সকলের প্রতি আহবান জানান। এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকারের আমলে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করে আসছে।
গতকাল রবিবার শায়েস্তাগঞ্জ পৌরসভা, পইল, লস্করপুর, গোপায়া, নূরপুর, ব্রাহ্মণডুরা, নিজামপুর ও রাজিউড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিদ, আব্দুল্লাহ সরদার, ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, মাহবুবুর রহমান হিরো, শেখ কামাল, তাজ উদ্দিন তাজসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুরুব্ববীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি আবু জাহির, পূজারীদের সাথে কুশল বিনিময় করে সুষ্ঠুভাবে পূজা-অর্চনা করতে সবধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj