বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে দেওয়ান সৈয়দ আব্দুল মতিন ফাউন্ডেশনের প্রাথমিক বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরন বিতরণ অনুস্টান সম্পন্ন হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্টান শুরু হয়।
দেওয়ান সৈয়দ আব্দুল মতিন ফাউন্ডেশনের সভাপতি দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে শানসাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক এম শামছুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। 58
অনুস্টানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন গাংধার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল আদনী চৌধুরী, গীতা পাঠ করেন একই স্কুলের ছাত্রী অলক রায়।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন দেওয়ান সৈয়দ আব্দুল মতিন ফাউন্ডেশনের সদস্য সচিব মাষ্টার আব্দুস সামাদ। অনুষ্টানটি জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়।
বিশেষ অতিথি ছিলেন আলিফ সোবহান চৌধুরী কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় মাহাবুবুর রহমান, আধ্যাপক মো: আইয়ুব আলী, আধ্যাপক আব্দুল হাই ভুঁইয়া, সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের পরিচালক এম শামছুুদ্দিন, দেওয়ান সৈয়দ আব্দুল মতিন ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ।
উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হাবিবুর রহমান, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদির চৌধুরী বাবুল। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, লামাতাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জমির ইমরান, মিরপুর ব্লু-বার্ড স্কুল এর ব্যবস্থাপনা পরিচালক ও অনলাইন নিউজ পোর্টাল করাঙ্গী নিউজ এর সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমসহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন কিন্ডারগার্টেন এর শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
৪১জন বৃত্তিপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত অনুষ্ঠানে সম্মানিত অভিভাবকমণ্ডলী উপস্থিত হয়ে অনুষ্ঠানটি স্বার্থক করে তোলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বলেন, নারী শিক্ষায় সামাজিক প্রতিবন্ধকতার পাশাপাশি নারী শিক্ষার্থীদের ধারাবাহিক হত্যা হামলা যেন কোনভাবেই নারীদের পথ চলা পিছিয়ে না যায় তার প্রতি লক্ষ রাখতে হবে। সংসদে সিলেটের সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজার উপর সন্ত্রাসি আক্রমনের বিষয়ে সম্পুরক প্রশ্ন উত্তাপন করলে, মাননীয় প্রধানমন্ত্রী নারীর নিরাপত্তা বিধান ও সর্বাদিক শিক্ষায় গুরুত্ব প্রদানের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, নারীর নিরাপদ জীবন ও পথচলা সুগম করতে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশব্যাপী অচিরেই মানববন্ধন করা হবে।
সদস্য সচিব, কটিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক আব্দুল সামাদ নিয়মিত ৮ বছর ধরে এই বৃত্তির আয়োজনে প্রধান দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রধান অতিথি বৃত্তি প্রদানে সংশ্লিষ্ট পরিবার ও দায়িত্ববানদের ভূয়সী প্রসংশা করেন। পরিশেষে বৃত্তিপ্রাপ্ত ৪১ শিক্ষার্থীদের হাতে বৃত্তির ক্রেস্ট ও সার্টিফিকেট তোলে দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj