মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ আজ সকাল ১০টায় বাহুবল কাসিমুল উলুমা মাদ্রাসা মাঠে খাদিমুল কোরআন পরিষদ বাহুবলের উদ্যোগে মেধাবী ছাত্রদের পুরষ্কার বিতরণী ও আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংগঠনের মাধ্যমে বাহুবল উপজেলার ৪০টি কওমী মাদ্রাসার ১০২ জন মেধাবী ছাত্রদের বাছাই করে পুরষ্কার প্রদান করা হয়েছে। পুরষ্কার বিরতণী অনুষ্ঠানের পূর্বে আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিকের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল জলিল ও মাওলানা আব্দুল হাইর যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে ছিলেন, আনজুমানে তালিমুল ইসলামের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মনির উদ্দিন, মাওলানা আব্দুল বারী আনছারী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল কাইয়ূম জাকী, হাফেজ আব্দুন নূর, মাওলানা কামরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল হক। উপস্থিত ছিলেন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ নূরুল আমীন প্রমুখ।
প্রধান আলোচক মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, বাহুবলে সদ্য গঠিত খাদিমুল কোরআন পরিষদ বাহুবলের গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা সহ দেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার সকল কওমী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সহযোগিতা করতে হবে। আমি আশা করব খাদিমুল কোরআন পরিষদের সহযোগিতায় বাহুবলের কওমী মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষার দিকেও যেন অগ্রসর হয়। তিনি আরও বলেন, সংগঠনটি যেন তাদের কাজ কর্মের ফলে বাহুবলের সকল মানুষের প্রাণের সংগঠন হিসেবে গড়ে উঠতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj