আব্দুর রাজ্জাক রাজুঃ আহম্মদাবাদ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন।
৪ অক্টোবর সকালে প্রতিষ্ঠানের গভর্নিংবডির ১ম সভায় সকল সদস্যের মতামতের ভিত্তিতে তিনি নির্বাচিত হন।
অন্যান্য সদস্যবৃন্দ হলেন- মোঃ শামসুল আলম ফুলমিয়া,শামসুর রহমান মাস্টার, আব্দুল কাদির মাস্টার, রঞ্জনা দেবী,আলহাজ্ব আজগর আলী মাস্টার, দিপালী রানী শীল,ইঞ্জিনিয়ার আবুল কালাম সামসুউদ্দিন, নাদিরা বেগম,আঃ রউপ মেম্বার ও পদাধিকার বলে সদস্য সচীব অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন।
চেয়ারম্যান সঞ্জু চৌধুরী বিগত ৫ বছরে আহম্মদাবাদ ইউনিয়নের শিক্ষাক্ষেত্রে ব্যাপকতর পরিবর্তন নিয়ে আসেন।ফলে গেল ইউপি নির্বাচনে শক্তিশালী একজন প্রার্থী প্রাণপণ চেষ্ঠা করেও তাকে হারাতে পারেন নি। তিনি ৩ টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন।গঙ্গানগর আলহাজ্ব আঃ রাজ্জাক সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগাডুবী আঃ মান্নান চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় আলহাজ্ব আবুল কালাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২টি জুনিয়র স্কুল নির্মান করেন।কালিশিড়ি জুনিয়র সরকারী স্কুল ও আমু চা বাগানে উদয়ন জুনিয়র স্কুল এবং আমুরোড হাই স্কুল কে কলেজে রূপান্তর করেন।যাহা কালেরসাক্ষী হিসাবে চিরদিন থাকবে সকলের মাঝে।এ ছাড়াও তিনি তার ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান কম্পিউটার প্রদান করেন।কালিশিড়ি স্কুলে ২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে ডিজিটাল রুম স্থাপন করেন ।সিলেট বিভাগের স্থানীয় সরকার পরিচালক মতিউর রহমান তার কাজে প্রশংসা করেন।তিনি বলেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই তিনি তার ইউনিয়নের আগামী প্রজন্ম কে শতভাগ শিক্ষিত করার চেষ্ঠা করছেন।তার পিতা মরহুম জমরুত চৌধুরী একজন শিক্ষানুরাগী ছিলেন বলে তৎকালীন সরকারের মনোনিত চেয়ারম্যান ছিলেন।শুধু তাই নয়,সঞ্জু চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এই প্রথম ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয় এবং ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ইতিমধ্যেই তার নেতৃত্বে কাজ চলছে।তিনি বলেন, আমার জন্ম মানুষের কল্যানের জন্য। যতদিন বেচেঁ থাকবো মানুষের কাজ করে যাব।এ দিকে সঞ্জু চৌধুরী আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও মহল অভিনন্দন জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj