আজিজুল ইসলাম সজিব,হবিগঞ্জ প্রতিনিধি : বাহুবলে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলার সাক্ষ্য গ্রহন আগামী ৯ অক্টোবর নির্ধারন করেছে আদালত। গতকাল সোমবার সাক্ষ্য গ্রহনের নির্ধারিত ধায্য তারিখে কারাগারে থাকা আসামীদের করা নিরাপত্তার মধ্য দিয়ে আসামী পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগাল, তার দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, তার সেকেন্ড ইন কমান্ড আরজু মিয়া ও সালেহ আহমেদ কে জেলা ও দায়রা জজ আদালতের বিচার মোঃ আতাবুল্লাহ আদালতে হাজির করা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সাক্ষ্য গ্রহন না করে আগামী ৯ অক্টোবর সাক্ষ্য গ্রহনের তারিখ নির্ধারণ করে আসামীদের কারাগারে প্রেরনের নিদের্শ প্রদান করেন।
হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবুল হাসেম মোল্লা মাসুম জানান, সোমবার আদালতে ৪ শিশু হত্যা মামলার সাক্ষ্য গ্রহনের ধায্য তারিখ ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সাক্ষ্য গ্রহন পেছানো হয়েছে।
অপর একটি সূত্রে জানা গেছে, মামলার বাদী তার ব্যক্তিগত পছন্দের একজন আইনজীবি নিয়োগের আবেদন করেছেন। যে কারনে মূল আইনজীবিকে তা নিয়ে রয়েছে জটিলতা। যে কারনে স্বাক্ষ্য গ্রহণ সোমবার হয়নি। কিন্তু আদালতে স্বাক্ষিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) গত ১২ ফেব্র“য়ারী গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্র“য়ারী বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল আলীর দুই ছিলে রুবেল জুয়েলসহ আদালতে ৪জন স্বীকারোক্তিমুলক জবানবন্ধি দিয়েছেন। এছাড়া ঘটনার অন্যতম আসামী বাচ্চু র্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj