চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন-এর উপর হামলা চালিয়েছে একদল দূর্বৃত্তরা।
এ সময় তার কাছ থেকে দূর্বৃত্তরা ১৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে জনতা মাদক সম্রাট শাহিন নামে এক দৃর্বৃত্তকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রবিবার রাত সাড়ে ১২ টায় স্থানীয় চুনারুঘাট বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দেন জামাল হোসেন লিটন। পথিমধ্যে উত্তর বাজারের ডিসিপি হাইস্কুলের নিকটস্থ ব্রীজের কাছে পৌছা মাত্রই পশ্চিম পাকুরিয়া গুচ্ছ গ্রামের আনাই উল্লাহর পুত্র শাহিন মিয়াসহ ১০/১২জন দূর্বৃত্তরা পূর্বে থেকে উৎপেতে থাকা অবস্থায় লিটনের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় তিনি টাকা না দিলে শাহিনসহ তার লোকজন লিটনের উপর হামলা চালায়। এতে তার বাম হাত ভেঙ্গে যায়। তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে র্দূর্বৃত্তরা টাকা নিয়ে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে শাহিন মিয়াকে জনতা আটক করে উত্তম মধ্যম দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করে এবং লিটনকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, সাংবাদিক লিটনের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন চুনারুঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা।
গতকাল রাতে পত্রিকা পদত্ত এক বিবৃত্তিতে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান তাহের, এস এম সুলতান খান,রাইরঞ্জন পালসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকবৃন্দরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj