লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাইয়ে বাল্য বিবাহ নিষিদ্ধ ঘোষনা করলেও বিভিন্ন গ্রামে এখনও বাল্য বিবাহ অহরহ ঘটছে। এরই মাঝে উপজেলা প্রশাসন বাল্য বিয়ের খবর পেলেই ছুটে যাচ্ছেন বাল্য বিবাহ বন্ধ করতে। বাল্য বিবাহ বন্ধ এবং প্রশাসন কর্তৃক জেল জরিমানার খবর ইতি মধ্যে উপজেলার প্রতিটি গ্রামে সারা জাগিয়েছে।
বৃহস্পতিবার উপজেলার শিবপুর গ্রামের হানিফ মিয়ার মেয়ে শাবানা বেগম (১৪) এর সাথে সুজনপুর গ্রামের মাহাজ উদ্দিনের ছেলে মোঃ সোহেল মিয়া (২০) এর বিয়ে হয় বিগত ৩ দিন পূর্বে।
প্রশাসন বিয়ের খবর পেয়ে বর সহ বরের পিতা মাহাজ উদ্দিন শিবপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ঘটক শিশু মিয়া ও কন্যার পিতা হানিফ মিয়াকে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই মাহাযারুল ইসলাম অভিযান চালিয়ে গ্রেফতার করে।
উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুছাইন তাৎক্ষনিক এক ভ্রাম্যমান আদালত বসিয়ে বর সোহেল মিয়া, বরের পিতা মাহাজ উদ্দিন, মেয়ের পিতা হানিফ মিয়াকে ১৫ দিনের জেল ও নগদ ১ হাজার টাকা করে প্রত্যেককে জরিমানা করে এবং ঘটক শিশু মিয়াকে ২০ দিনের জেল ও নগদ ১ হাজার টাকা জরিমানা করা হয়। পুলিশ আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করে।
অপর দিকে বামৈ কাঠিহারা গ্রামের রাজ মোহন সরকারের সপ্তম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে বিয়ে ঠিক করার অপরাধে কন্যার পিতাকে ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মেয়ের অভিভাবকগণ অঙ্গিকার করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj