হবিগঞ্জ প্রতিনিধি : ১৭ সেপ্টেম্বর সারাদেশে পালন করা হয় মহান শিক্ষা দিবস। শিক্ষার স্বার্থে রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত হয় এই ইতিহাস।
মহান শিক্ষা দিবস উপলক্ষে হবিগঞ্জের শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন হবিগঞ্জের দুই শিক্ষক তানসেন আমীন ও গৌরশঙ্কর দাস।
সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাব তাদের সাংস্কৃতিক উৎসবে শিক্ষকদ্বয়কে এ সম্মাননা প্রদান করে।
হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথিপুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের কাছ থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন তারা। এসময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।
তানসেন আমীন বর্তমানে বৃন্দাবন সরকারি কলেজে রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা করছেন। এবং গৌরশঙ্কর দাস ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা করছেন। তারা দুজনই হবিগঞ্জের শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষাচর্চায় উদ্ভুদ্ধ করার কাজ করছেন। পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড ও রসায়ন বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজনের মত সাহসী উদ্যোগ ইতিমধ্যে নিয়েছেন তারা।
জাতীয় অলিম্পিয়াডগুলোতে অংশগ্রহণেও আগ্রহসৃষ্টির কাজ করছেন। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে হবিগঞ্জ ম্যাথ সার্কেল ও বিবর্তন বিজ্ঞান চক্র নামে দুটি সংগঠনেরও যাত্রা শুরু করেন তারা। যেখানে গণিত ও বিজ্ঞানের মজার দিক থেকে শুরু করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর ব্যাবহার, বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখা ইত্যাদি নিয়ে আলোচনা ও আয়োজন করা হয়।
ঐতিহ্য সাংস্কৃতিকক্লাবের সভাপতি সৌমিতা বিশ্বাস পূজা জানান, হবিগঞ্জের শিক্ষার্থীদের বড় হওয়ার স্বপ্ন দেখাতে ভালবাসেন এ দুজন শিক্ষক। আর এ স্বপ্নকে সত্যি করতে নিজেদের সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টাই করেন তারা। তাদের এই মহতী উদ্যোগকে সম্মানিত করতেই ছিল আমাদের ক্ষুদ্র আয়োজন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj