এটিএম সালাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৃথক স্থানে সোমবার বেলা আড়াইটার দিকে বজ্রপাতে ২ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর দিকে আহত হয়েছে আরো ২জন । এর মধ্যে ১জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুত্রে জানাযায়, গতকাল সোমবার দুপুরে উপজেলার করগাও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হরিচরন দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ (৪০) বৃষ্টি আসতে দেখে স্থানীয় নদীর পাড়ে তাদের গরু আনতে যায়। এ সময় বজ্রপাত শুরু হলে সে বজ্রপাতের শিকার হয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়।
পরে আশপাশের লোকজন বজ্রপাত শেষে তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে একই সময়ে একই ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের ইছহারুল হক শান্তি’র ছেলে জাবেদ মিয়া (২০) ওই সময়ে হাওড়ে তার ধানী জমিতে কাজ করতে থাকা অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিযে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অন্যদিকে কানাইপুর গ্রামের এতিম আলী (৩৫) ও অজ্ঞাতনামা ১জন স্থানীয় হাওড়ে মাছ ধরতে যায়। এ সময় তাহারা বজ্রপাতের শিকার হয়। স্থানীয় লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় এতিম আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বজ্রপাতের ঘটনায় নিহতদের এলাকায় শোকে ছায়া নেমে আসে। এদিকে বজ্রপাতে হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj