শাহ্ মোস্তফা কামাল,শায়েস্তাগঞ্জ থেকেঃ ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। কিন্তু তারা বিড়ম্বনায় পড়েছে বাস ও ট্রেন টিকেটের অভাবে। এ কারনে শায়েস্তাগঞ্জে ঈদের ছুটিতে আসা হাজরের ও বেশী যাত্রী এখন টিকেটের অভাবে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। আটকা পড়া যাত্রীদের কাছে বাস ও ট্রেনের টিকেট যেন সোনার হরিনে পরিনত হয়েছে।
বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে খবর নিয়ে জানা যায় , যাত্রী সাধরনের দুর্ভোগের করুন চিত্র। রেল স্টেশন কিংবা ট্রেনের ভিতরে তিল ধারনের ঠাঁই নাই, তবে যে সকল যাত্রী অগ্রিম টিকেট কেটে নিয়েছিলেন তারা কোন রকম গাড়ীতে উঠতে পেরেছেন।
আবার কেউ কেউ ট্রেনে উঠতে না পেরে বাড়ীতে ফিরে যাচ্ছেন। যারা টিকেট কাউন্টারে উপস্থিত সময়ে টিকেট কিনতে গেছে তারা হতাশায় ভুগলে ও আসন বিহীন টিকিট সংগ্রহ করতে দেখা গেছে অনেককেই। বেলা ১ টায় রেল স্টেশন জুড়ে মানুষ আর মানুষ। ১টা ৩০মিনিটের দিকে সিলেট-চট্টগ্রাম আন্তঃনগর পাহাড়ীকা ট্রেনটি স্টেশনে পৌছলে যাত্রীদের হুড়োহুড়ি শুরু হয়।
শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে বসে কথা জৈনিক যাত্রীর সঙ্গেঁ কথা প্রসঙ্গে, “তিনি জানান, ছুটি শেষ হয়েছে, কিন্তু নির্ধারিত সময়ে অফিসে যেতে না পারলে অনেক ক্ষতি হয়ে যাবে। ট্রেনে ও বাসে আসন না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছি। অপেক্ষা করছি বিকল্প পথে কিভাবে যাওয়া যায়।”
কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার মোঃ মহিউদ্দিন আহমেদ জানান, নির্ধারিত ৩ মিনিট যাত্রা বিরতির ট্রেন ২৫ মিনিট বিলম্বে স্টেশন ছাড়তে হয় । অতিরিক্ত যাত্রীদের চাপের কারনে বাধ্য হয়ে ট্রেন বিলম্বে ছাড়া হয়।
অপর দিকে প্রধান বাস কাউন্টার থেকে দুর-পাল্লার বাস গুলোতে ঠাসাঠাসি করে যাত্রী বোঝাই করার পরও তাদের কাছ থেকে কয়েক গুন বেশী ভাড়া আদায় করেছে বাস কাউন্টারের কতিপয় লোকজন। জৈনিক ট্রেন যাত্রীর সাথে আলাপ কালে জানা যায়, স্টেশন মাস্টারের নির্দেশে টিকেট ক্রয়য়ের সময় জন প্রতি সর্বোচ্চ ২ টি টিকেট করে দেওয়া হয়। কিন্তু যে সব যাত্রীদের পরিবারের সদস্য সংখ্যা ৪ বা তারও অধিক তাদের উপায় কি ?
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj