আব্দুল আউয়াল তলুকদার.
শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ জেলার অতি গুরুত্বপূর্ণ জনপদ। শায়েস্তাগঞ্জ কোনো উপজেলা না হলেও অন্যান্য উপজেলা থেকে এর গুরুত্ব কম নয় বরং অনেক ক্ষেত্রে বেশিই বটে। বর্তমানে শায়েস্তাগঞ্জ আলাদা একটি উপজেলা করার বিষয়টি প্রক্রিয়াদিন হিসেবে আছে। শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ জেলার সাথে সারা দেশের সড়ক ও রেল যোগাযোগের কেন্দ্রস্থল। যুগে যুগে এই জনপদে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত অনেক ব্যক্তির জন্ম হয়েছে। এঁদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় শায়েস্তাগঞ্জের বিভিন্ন সেক্টরের উন্নয়নের বিষয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। যদিও প্রয়োজনের তুলনায় তা নগণ্যই ছিল। বাংলাদেশের জাতীয় রাজনীতির অনেক গুরুত্বপুর্ণ ব্যক্তি এই এলাকার উন্নয়নের বিষয়ে এই এলাকার মানুষদের স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু খুব কম সময়েই এই সব স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। শায়েস্তাগঞ্জে এবং এর আশেপাশে বর্তমানে অনেক শিল্পনগরী গড়ে উঠেছে। এই সব শিল্পনগরী দেখে অনেকের কাছে মনে হতে পারে শায়েস্তাগঞ্জের তো উন্নয়ন হচ্ছেই, কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণা ঠিক নয়। একটা এলাকার শুধু মাত্র শিল্পনগরী, রাস্তাঘাত, ব্রিজ এই সব দেখে উন্নয়নের বিষয়টা অনুমান করা যায় না। একটা অঞ্চল কতটুকু উন্নত তা সামগ্রিকভাবে নির্ভর করে ঐ এলাকার মানুষের শিক্ষাদিক্ষার মান এবং তাদের জীবনযাত্রার মান কতটুকু উন্নত। এই এলাকার উন্নয়নের কথা বিবেচনা করে ১৯৯৮ সালে শায়েস্তাগঞ্জকে পৌরসভায় রূপান্তর করা হয়। কিন্তু পৌরসভায় উন্নীত হলে প্রকৃত অর্থে শায়েস্তাগঞ্জের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন না হওয়ার পিছনে শায়েস্তাগঞ্জকে বিভিন্ন সময়ে নেতৃত্ব দেওয়া লোকজনই দায়ী। তাঁরা নেতৃেত্ব এসে শায়েস্তাগঞ্জের উন্নয়নের চাইতে তাদের আখের গোছানোতেই বেশি মনোযোগী ছিলেন। শায়েস্তাগঞ্জের শিক্ষার গুনগত উন্নয়ন আজও হয়নি। শায়েস্তাগঞ্জে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শিক্ষার গুনগত পরিবেশ নেই। শায়েস্তাগঞ্জের উন্নয়ন করতে চাইলে সর্বপ্রথম এই সব শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। এইসব শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেন মান সম্মত শিক্ষকগণ শিক্ষা দান করে তা নিশ্চিত করতে হবে। শায়েস্তাগঞ্জের শিক্ষার প্রসারের উদ্দেশ্যে ১৯১৮ সালে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ইতিহাস ঐতিহ্যে ভরপুর এই প্রতিষ্ঠান। কিন্তু বর্তমানে কিছু অসাধু মানুষজনের কারণে এই শিক্ষা প্রতিষ্টান তার ঐতিহ্য হারাতে বসেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার দিক দিয়ে যতটা মান সম্পন্ন হওয়ার কথা তা হয়নি। শায়েস্তাগঞ্জে উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সহায়তায় ১৯৭৩ সালে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু মানসম্মত আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই কলেজ শায়েস্তাগঞ্জবাসীর মনের আকাংখা পূরণ করতে পারেনি। ছোটবেলা থেকেই শুনে আসছি শায়েস্তাগঞ্জের মানুষের দাবি একটি পাবলিক লাইব্রেরী ও একটি মানসম্মত অডিটোরিয়াম। সেই স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেছে। শায়েস্তাগঞ্জের মানুষের জীবনযাত্রার মানের দিকে নজর দিলে সর্বপ্রথম যে বিষয়টি নজরে আসে তা হল মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ার অভাব। দুঃখজনক হলেও সত্যি শায়েস্তাগঞ্জ পৌরসভার বয়স আঠার বছর হওয়া সত্ত্বেও এখনো পযর্ন্ত একটি মানসম্মত হাসপাতাল গড়ে উঠেনি। অথচ ২০০৮ সালে শায়েস্তগঞ্জের জন্য ২৫ শয্যা বিশিষ্ট হাসপাতাল অনোমুদন করা হয়েছিল। এই হাসপাতাল অনোমুদনের বিষয়ে অবদান রেখেছিলেন দুই কৃতি সন্তান জনাব অশোক মাধব রায় ও বরুণ দেব মিত্র। এতদিনেও এই হাসপাতাল না হওয়ার পিছনেও বিভিন্ন সময় শায়েস্তাগঞ্জকে নেতৃত্ব দেওয়া মানুষজনই দায়ী। শায়েস্তাগঞ্জ রেল জংশনের বিভিন্ন ধরনের উন্নয়ন হলেও তা পর্যাপ্ত নয়। এখনো রেল জংশনে অনেক ধরণের অব্যবস্থাপনা চোখে পড়ে। এই সব কারণে শায়েস্তগঞ্জ রেল জংশন এখনো আশানুরূপ মানসম্পন্ন হয়ে উঠেনি। বর্তমানে শায়েস্তাগঞ্জের রাস্তা-ঘাটের বেহাল দশা চোখে পড়ে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় চলাচল করা মুশকিল হয়ে পড়ে। শায়োগঞ্জের উন্নয়নের জন্য রাজনৈতিক নেতৃত্বের হাত শক্তিশালী করতে হবে শুধুমাত্র দলীয় লেজুড়বৃত্তি দিয়ে চলবে না। এই নেতৃত্ব শক্তিশালী করার জন্য সবার আগে প্রয়োজন সচেতন নাগরিক সমাজ। শায়েস্তাগঞ্জের উন্নয়ন করতে চাইলে সবার আগে শায়েস্তাগঞ্জের নেতৃত্ব দেওয়া মানুষদের মন মানসকিতার পরিবর্তন করতে হবে। সকল বিভেদ ভুলে সকল দল মতের সবাইকে নিয়ে কার্যকরি পরিকল্পনা গ্রহন করে তা বাস্তবায়নের দিকে মনযোগ দিতে হবে। শায়েস্তাগঞ্জের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন তাঁদেরকে নিজেদের স্বার্থের চিন্তা বাদ দিয়ে সমগ্র এলাকাবাসির কথা ভাবতে হবে। এইসব দায়িত্ব পালনকারী মানুষদের পাশাপাশি সাধারণ মানুষদেরও অনেক দায়িত্ব রয়েছে। সাধারণ মানুষদের আরো সচেতন হতে হবে। শায়েস্তাগঞ্জের উন্নয়নের জন্য দল মত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। একটি সুন্দর ও আদর্শস্বরূপে শায়েস্তাগঞ্জ দেখার প্রত্যাশায়।
লেখক : সাধারণ সম্পাদক, হবিগঞ্জ নাগরিক কমিটি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj